Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)

অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)

 

কর্মসূচীর উদ্দেশ্য ও লক্ষ্যে:-

(১) অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী। এ কর্মসূচীর আওতায় বছরে কর্মহীন মৌসুমে কর্মক্ষম বেকার শ্রমিকদের জন্য ২টি পর্বে ৮০দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। স্বল্প মেয়াদি কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম দু:স্থ পরিবার গুলোর দরিদ্র নিরসনের মাধ্যমে ঝুকিহ্রাসে সক্ষমতা বৃদ্ধি করন। কর্মসূচীটি ১ম পর্বে অক্টোবর থেকেডিসেম্বর ৪০টিন এবং ২য় পর্বে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ৪০ দিন কর্মসঙস্থান করা হয় । অদক্ষ পুরুষ ও মহিলা শ্রমিক প্রচলিত বাজার দরের আলোকে পারিম্রমিক পায়ে।

 

সামাজিক প্রকল্পের প্রকৃতি ও ধরন:

 

(১)খালখনন/পুন:খনন (২) বাৎধ নির্মান/পুন: নির্মান (৩) রাস্তা নির্মান/পুন: নির্মান (৪) সেচকাজে এবং জলাবদ্ধতা নিরসনে জন্য নালা খনন/পুন:খনন(৫) বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধমীয় প্রতিষ্ঠানে মাটি ভরাট, পায়খানা নির্মান, যাতায়াতের সুবিধার্থে বাশেঁর সাকোঁ নির্মান, প্রকৃতিক দুর্যোগের সময় প্রানী সম্পদের আশ্রয়ের জন্য মাটির কিল্লা তৈরী (৬) জৈবসার তৈরী করনসহ অন্যান্য জনস্বাস্থ্য মূলক প্রকল্প গ্রহন করা হয়।

 

বরাদ্দ:

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রকল্প পরিচালকের মাধ্যমে উপজেলায় সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে বরাদ্দ পাওয়া যায়।

 

 

ক্রমিক নং

অর্থ বছর

গৃহীত প্রকল্প সংখ্যা

বরাদ্দের পরিমান

 টাকা

বাস্তবায়িত প্রকল্প

শতকরা হারে কাজের অগ্রগতি (%)

১ম পর্যায়

২য় পর্যায়

১ম পর্যায়

২য় পর্যায়

১ম পর্যায়

২য় পর্যায়

১ম পর্যায়

২য় পর্যায়

০১

২০০৮-২০০৯

৩৪৯টি

 

৩,৮৫,০০,০০০/-

 

১৮০টি

 

৪৯.৪৩

 

০২

২০০৯-২০১০

২১টি

 

   ৭৮,৭২,০০০/-

 

২১টি

 

১০০

 

০৩

২০১০-২০১১

৩৮টি

৩৬টি

৬৩,০০,০০০/-

৮৯,৭৬,০০০/-

৩৮টি

২৭টি

৭৪

৮৩.৩৯

০৪

২০১১-২০১২

২৭টি

৩৯টি

৬৫,৫৪,২৭৫/-

৬৭,৫৫,০০০/-

২৭টি

৩৯টি

৯৯.৯৬

৯৯.৭৭

০৫

২০১২-২০১৩

৩৪টি

৩৬টি

৮৬,৯৪,০০০/-

৮৯,১১,০০০/-

   ৩০টি

২১টি

৯৩.৬২%

৫৯.২৭%

অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)

 

ক্রমিক

নং

অর্থ বছর

গৃহীত প্রকল্প সংখ্যা

 

বরাদ্দের পরিমাণ

বাস্তবায়িত প্রকল্প

 

শতকরা হারে অগ্রগতি (%)

 

 

 

 

২০১৩-২০১৪ খ্রিঃ

 

 

৩৭ টি

 

 

 

১,২৫,৪৪,০০০/-

 

৩৭ টি

 

৯৩%